যারা কাজটা শেষ করেছেন কিন্তু জমা দিতে পারেননি বা জমা দিয়েছেন আমি rejected করেছি, rejected করার কারণ আমি একাউন্টে
ঢুকতে পারেনি,,এজন্য রিকভারি নাম্বার ডিলিট করে আবার জমা দিন কাজটা,, যেন আমি ঢুকতে পারি Gmail এ, পেমেন্ট করবো
ইনশাআল্লাহ।
ভাই শুধু gmail account তৈরী করে ওই gmail account দিয়েই YouTube channel ভেরিফাই করবেন। সমস্যা হলে ভিডিওটা দেখে নিবেন।।সহজ কাজ। ভিডিওতে সুন্দর করে বলা আছে,,সেই অনুযায়ী কাজ করবেন। ভেরিফাই করে কাজ জমা দিবেন।
১. নতুন gmail account তৈরি করতে হবে Gmail account এ ফোন নাম্বার বা recovery gmail address দেওয়ার দরকার নাই।
যদি ভুল পাসওয়ার্ড বা ফেক কিছু পাই তাহলে পেমেন্ট করবো না।
যে Gmail তৈরি করেছেন সেটাতেই একটা YouTube channel তৈরী করুক এবং ভেরিফাই করুন।
1. একটি YouTube চ্যানেল তৈরি করুন এবং ভেরিফাই করুন
2. 2 এবং 3 ধাপ সম্পূর্ণ করুন ( মধ্যবর্তী বৈশিষ্ট্য এবং উন্নত বৈশিষ্ট্য)
সমস্যা হলে ( https://www.youtube.com/watch?v=9w7UUDWFDT0 ) এই ভিডিওটা দেখে তারপর কাজ করতে
পারেন। ভেরিফাই করার পর আইডি Enabled আসলে কাজটা জমা
দিবেন ,তাছাড়া দিবেন না।
প্রমাণ শুধু Gmail account and password দিবেন।